
১৯৮০ সালের ১৮ই ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া একটি আদর্শনিষ্ঠ, শৃঙ্খলাবদ্ধ ও ইসলামপ্রিয় ছাত্র সংগঠন। এর প্রতিষ্ঠাতা ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম ও মুজাদ্দিদ, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)।
আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (১৯১৩–২০০৮) ছিলেন সিলেটের একজন খ্যাতনামা আলেম, সুফি ও ইসলামি শিক্ষাবিদ। তিনি শাহ জালালের সাহাবী শাহ কামালের বংশধর এবং হাদীস, কুরআন তিলাওয়াতসহ উচ্চতর ইসলামী শিক্ষায় সুদক্ষ ছিলেন।
তিনি দেশ-বিদেশে বহু মাদ্রাসা ও ইসলামী প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং ইসলাম প্রচারে জীবন উৎসর্গ করেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া, যা ইসলামী শিক্ষা ও ছাত্র ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
“ছাহেব কিবলাহ” নামে পরিচিত এই মনীষীর কিতাবসমূহ বহু মাদ্রাসার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত এবং তাঁর অবদান বিশ্বজুড়ে ইসলামি শিক্ষার বিস্তারে স্মরণীয় হয়ে আছে।