বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ০৮ নং ভাদেশ্বর ইউনিয়ন শাখার আওতাধীন পূর্বভাগ ফকিরটুল ও নওয়াপাড়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।
সুলতান আহমদ সভাপতি, হানিফ আহমদ সাধারণ সম্পাদক এবং ছাব্বির আহমদ নাদীর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভাদেশ্বর ইউনিয়ন শাখার আওতাধীন পূর্বভাগ ফকিরটুল ও নওয়াপাড়া আঞ্চলিক শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ২৯ আগস্ট ২৫ ইং, শুক্রবার বাদ মাগরিব — পশ্চিম ফকিরটুল হযরত আবু বকর (রা.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন তালামীযের সভাপতি আতিক আহমদ এবং সহ-নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাজেদ। আরও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি আলী সুলতান সিফাত, সহ-সাধারণ সম্পাদক আবির আহমদ খাঁন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাব্বী, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, অফিস সম্পাদক গোলাম রাব্বি, সহ-অফিস সম্পাদক হানিফ আহমদ এবং ফকিরটুল ও নওয়াপাড়া গ্রামের সম্মানিত প্রবীণ মুরব্বিয়ানবৃন্দ।
বর্তমান সভাপতি সাব্বির আহমদ এর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সুলতান আহমদকে সভাপতি, হানিফ আহমদকে সাধারণ সম্পাদক এবং ছাব্বির আহমদ নাদীরকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে প্রাথমিকভাবে ৮৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। ভাদেশ্বর ইউনিয়ন তালামীযের সম্মানিত সভাপতি জনাব আতিক আহমদ সাহেব উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে অভিষেক সম্পন্ন হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হচ্ছেন:
সহ-সভাপতি – মাহফুজুর রহমান, লায়েক আহমদ। সহ-সাধারণ সম্পাদক – সায়েম আহমদ, রাসেল আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক – বাচ্চু মিয়া, মাজেদ আহমদ মুন্না, সাব্বির আহমদ। প্রচার সম্পাদক – শেখ অপু আহমদ। সহ-প্রচার সম্পাদক – রাহিম আহমদ ঈমন, নাহিদ আহমদ, আব্দুস সালাম সুবেল। অর্থ সম্পাদক – শোহানুর রহমান শোভন। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – ফারিয়ান আল হক্ব। সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক – আল-আমীন আহমদ, শাহাদাত হোসেন তানিম, অলিউর রহমান নাইম। তথ্য ও প্রযুক্তি সম্পাদক – জিসান আহমদ। সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক – তাসলিম হোসাইন, মারজান আল হক্ব, মামুন আহমদ, শাহরিয়ার আহমদ জায়গীরদার।
নির্বাহী সদস্য – নাহিদ আহমদ, সাদিক আহমদ, হাবিব আহমদ, বাবলু আহমদ, আব্দুল্লাহ আল মারুফ, আরমান আলী, নাইম আহমদ (২), সুলতান আহমদ (২), রুমন আহমদ, মাহিন আহমদ, কামরুল ইসলাম, রিফাত আহমদ, তানিম আহমদ, সাকিল আহমদ, রিয়ান আহমদ, রফিউর রহমান রনি, রায়হান আহমদ, রায়হান আহমদ (২), ছায়মন আহমদ, সালমান আহমদ, ইমন আহমদ, সাকিল আহমদ, সামিয়ান আহমদ, তাহের আহমদ, মাহদী রিদওয়ান, হা. নাহিদ আহমদ, কামরান আহমদ, জাকারিয়া আহমদ এহিয়া, কাওছার আহমদ, আলী হোসেন, শামিম আহমদ, শিবলু আহমদ, রাব্বি আহমদ, তামিম আহমদ, জাহিদ আহমদ, আরিয়ান আহমদ, নাজমুল আহমদ, শাহিন আহমদ, মো. সাকী, জীবন আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।



