talamij

ক্রিয়েটিভ কোচিং সেন্টারে তালামীযে ইসলামিয়ার কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, পূর্বভাগ ফকিরটুল ও নওয়াপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, পূর্বভাগ ফকিরটুল ও নওয়াপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা গত ২৫ অক্টোবর ফকিরটুলস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পরবর্তীতে ৪ নভেম্বর এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী সবার প্রশংসা করা হয়।
আয়োজক কমিটি অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তালামীযে ইসলামিয়া ভবিষ্যতে আরও শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, *“আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের প্রেরণা। ইনশাআল্লাহ, সামনে আরও সুন্দর ও সৃজনশীল আয়োজন উপহার দেবো।”*