যোগ্য হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হওয়া প্রয়োজন
—মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী ফুলতলী বলেন, বর্তমান সমাজে ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক ও চৌকস হতে হবে। বর্তমান সময়ে কিছু অস্বাভাবিক নিষ্ঠুরতা দেখা যাচ্ছে যেটা থেকে উত্তরণের উপায় বের করতে হবে। বর্তমান সমাজে মানুষ মনুষ্যত্ববোধ থেকে দূরে সরে গিয়েছে। কারো সামনে কোন অন্যায়-অবিচার হলে প্রতিবাদ করছে না, বিপদের সময় এগিয়ে আসছে না। ছাত্রসমাজকে মানবিক ও আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। তালামীযে ইসলামিয়া মানুষকে মানবিক হতে শেখায়।
তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলাধীন ভাদেশ্বর ইউনিয়ন শাখা আয়োজিত ‘দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৬ জুলাই ২০২৫, শনিবার, বাদ যুহর, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ।
ইউনিয়ন সভাপতি মো. আতিক আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাজেদ ও অর্থ সম্পাদক সাব্বির আহমদ এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা’র সাবেক সহ-সভাপতি আব্দুল বাছিত আল হাসান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল হুদা রাহেল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, লন্ডন বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ,আবু তায়্যিব রুবেল, অর্থ সম্পাদক নাজমুস সাকিব সায়েম,সদস্য জাহেদ আহমদ খাঁন, গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে খলিল, সহ-সাধারন সম্পাদক শাহীন আহমদ,সাহেদ আহমদ, প্রচার সম্পাদক আইনুল হুদা, সহ প্রচার সম্পাদক নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন সহ-সভাপতি আব্দুল মুমিত শাওন, আলী সুলতান সিফাত, জাবের হোসেন সাবলু, সহ সাধারণ সম্পাদক
মাহমুদ হাসান রাব্বী,আবির খাঁন, সাংগঠনিক সম্পাদক
কাইয়ুম আলম নাহিন, প্রচার সম্পাদক সাদিকুর রহমান, অফিস সম্পাদক গোলাম রাব্বি,সহ -অফিস সম্পাদক হানিফ আহমদ, রাফি হাসনাত,প্রশিক্ষণ সম্পাদক
মো.মোরছালিন আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো.আল শাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ ইব্রাহিম হাসান, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক,মোজাম্মেল হোসেন প্রমূখ।



